Song: Keu Keu Jane
Singer: Rupankar Bagchi
Keu Keu Jane Lyrics in Bengali
হাতে ছিলো মশাল আর
ধোঁয়াতে যে হারিয়েছে প্রমান
সে ভেবেছিলো খবর ঢেকে যাবে
উড়ে যাবে বিমান (x2)
কেন ভুলে যাই এ ভোরের বেলায়
কেন ভুলে যাই এ অবহেলায়
কেন ভুলে যাই এ গ্রহের আড়াল
কেটে যাবে ঠিক গ্রহণের মায়াজাল
তাকে.. কেউ কেউ জানে
তাকে.. কেউ কেউ জানে না
গুঁড়ো গুঁড়ো আকাশের
ধুলো যেই ঢেকে ফেলে শহর
ক্ষনিকের ভালো লাগা
মরে গেছে দিয়ে ফেরে কবর
কেন ভুলে যাই তার শামুক বছর
কেন ভুলে যাই সে শীতে কাতর
কেন ভুলে যাই এ গ্রহের আড়াল
কেটে যাবে ঠিক গ্রহণের মায়াজাল
তাকে.. কেউ কেউ জানে
তাকে.. কেউ কেউ জানে না (x3)