Song: Khuda Jaane
Singer : Shyam & Shreya Ghoshal
Khuda Jaane Lyrics in Bengali
যখনই পড়েছে নজর
আমি তো হয়ে গেছি তোর
জেগে রয়েছি রাতভর
আমি তো হয়ে গেছি তোর
আমি তো হয়ে গেছি তোর
আমি তো হয়ে গেছি তোর
খোদা জানে, খোদা জানে খোদা..
খোদা জানে, খোদা জানে খোদা..
যখনই পড়েছে নজর
আমি তো হয়ে গেছি তোর
জেগে রয়েছি রাতভর
আমি তো হয়ে গেছি তোর
আমি তো হয়ে গেছি তোর
খোদা জানে, খোদা জানে খোদা..
খোদা জানে, খোদা জানে খোদা..
কেন মনের কিনারায় আসে ঢেউ
কেন বুকের বাসাতে আসে কেউ
মেলেনি তার উত্তর
আমি তো হয়ে গেছি তোর
জেগে রয়েছি রাতভর
আমি তো হয়ে গেছি তোর
আমি তো হয়ে গেছি তোর
খোদা জানে, খোদা জানে খোদা..
খোদা জানে, খোদা জানে খোদা..
কোথায় পাবো বল কোন খানে তুই
কোথায় তোর দেশ আজ যাবোই
ভেবেই কেটেছে প্রহর
আমি তো হয়ে গেছি তোর
জেগে রয়েছি রাতভর
আমি তো হয়ে গেছি তোর
আমি তো হয়ে গেছি তোর
খোদা জানে, খোদা জানে খোদা..
খোদা জানে, খোদা জানে খোদা..