Song :Ki Gabo Ami Ki Shunabo
Singer: Indrani Sen
Lyricist : Rabindranath Tagore
Ki Gabo Ami Ki Shunabo Lyrics in Bengali:
কী গাবো আমি, কী শুনাবো,
আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনেছি ডেকে
তোমার অমৃতনামে..
কী গাবো আমি, কী শুনাবো,
আজি আনন্দধামে।
কেমনে বর্ণিব তোমার রচনা,
কেমনে রটিব তোমার করুণা,
কেমনে গলাবো হৃদয় প্রাণ
তোমার মধুর প্রেমে..
কী গাবো আমি, কী শুনাবো,
আজি আনন্দধামে।
তব নাম লয়ে চন্দ্র তারা
অসীম শূন্যে ধাইছে,
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম
গ্রহ হতে গ্রহে ছায়িছে।
অসীম আকাশ নীলশতদল
তোমার কিরণে সদা ঢলঢল,
তোমার অমৃতসাগর মাঝারে
ভাসিছে অবিরামে..
কী গাবো আমি, কী শোনাবো,
আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনেছি ডেকে
তোমার অমৃতনামে..
কী গাব আমি, কী শুনাবো,
আজি আনন্দধামে।