Kon Se Alor Swapno Niye Lyrics in Bengali |কোন সে আলোর স্বপ্ন নিয়ে লিরিক্স

Song: Kon Se Alor Swapno Niye 
Singer:  shreya ghosal

Kon Se Alor Swapno Niye Lyrics in Bengali

কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয় (x2)
ছায়া নীল সীমানায়
ছড়ায় সোনা সূর্য মেঘের গায়
ডাকে আয়, আয় রে আয়।

কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে
যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ফিরে
এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে
আমিও যাব উড়ে তারি পাখায়।
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।

চেনা অচেনার পাড়ে,
ডেকে ডেকে যে আমাকে
নিয়ে যায়, অজানার, অভিসারে,
হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন
ঘর ছেড়ে ওই শুন্যে ওড়া পাখির মতন
যাবো যে সেই বিদেশে, যেখানে স্বপ্ন মেশে
সে যদি সামনে এসে দুহাত বাড়ায়।
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।

Share with your friends

Leave a Comment