Kotha Lyrics in Bengali |কথা লিরিক্স

Song: Kotha
Singer: Arman Alif

Kotha Lyrics in Bengali

একটা অন্ধকার ঘরে
পাগলটা কেমন করে,
চারটা দেয়ালই কালো
তাই আঁকা যায়না তারে।

দেয়াল জুড়ে যত, রক্তের ছড়াছড়ি
আমার একলা থাকার রাতে,
সেগুলো চোখে ধরে ভারি।

ছেলেটা হাসবে আবার কবে
কবে একটা অন্য সকাল হবে,
আবার গান লিখবে কখন
সেই গান শোনাবে কারে।

ছেলেটা হাসবে আবার কবে, কবে
কবে একটা অন্য সকাল হবে, হবে
আবার গান লিখবে কখন, কখন
সেই গান শোনাবে কারে।

সময় হলে যাবে বলে আগেই সেজে ছিলে
ইচ্ছে মতো উড়বে বলে সাদা অথবা নীলে।
আমার আকাশ আজো কালো আগে যেমন ছিলো
তাই নিয়ে থাকবো ভালো তোমায় দিয়ে আলো।

আমার মধ্যে থাকা অনেক কথার একটু
তখন গিটার-টার যত্ন ছিলো খুব
কত রাত, কত গান
এখন আর গিটার এর তাল গুলো বদলানো হয়না
টিউনিং এর যে আপস টা
সেটাও তেমন কাজে লাগে না।
এখন তার স্কুলে যাওয়ার রাস্তাটায়
অপেক্ষাও হয়না তাকে একটু দেখবো বলে
কতদিন!
সেও আর আগের মতো
এদিক সেদিক চোখ ফেরায় না
পুরান মানুষটারে দেখবে বলে।
তখন ওর আমি কেন্দ্রিক চিন্তাভাবনা গুলো
ওর স্কুলের রেজাল্ট টাকেও খারাপ করে দিত
এখন আর রেজাল্ট খারাপের ভয়টাও নেই।
রেজাল্ট ভালো হওয়া-ই ভালো !
আমার প্রথমবারের যে বাইকটা
তার ব্যাক সিট্-এ কেবল তাকেই প্রথম বসিয়ে
সারা শহর ঘুরাতে হবেই,
সে কত বায়না !
এখন কেউ আর শহর ঘুরে বেড়ানোর
বায়না করে না।
কেউ বলে না,
তোমার সাথে থাকতেই ভালো লাগছে
থাকি না আর একটু !

সেকি তবে স্বপ্ন হয়ে গেলো
হয়তো নতুন ঘরেই বেশি আলো,
আমি না হয় আরও অবাক হবো,
এতদিন ধরে ভেবে ভেবে যত কথা
সেগুলো গল্প হয়ে গেলো,
রূপকথার গল্পের মতো হলো।

সময় হলে যাবে বলে আগেই সেজে ছিলে
ইচ্ছে মতো উড়বে বলে সাদা অথবা নীলে।
আমার আকাশ আজো কালো আগে যেমন ছিলো
তাই নিয়ে থাকবো ভালো তোমায় দিয়ে আলো।

Share with your friends

Leave a Comment