Kuasha Jakhan Lyrics in Bengali |কুয়াশা যখন লিরিক্স

Song: Kuasha Jakhan
Singer: Nachiketa Chakraborty

Briddhashram Lyrics in Bengali

ও.. মুখের মিছিল মুখোশ হয়ে যায়,
ঘিরে ধরে কুয়াশা যখন
ঘিরে ধরে কুয়াশা যখন।
কত-শত অনুভূতি বিবর্ণ রঙ নেয়,
তুলি ধরে কুয়াশা যখন।

পুতুল নাচের পটভুমি এই পৃথিবী
রং মাখা পুতুলের ভিড়,
কেউ এরা বিশ্বাসী কেউ বা অবিশ্বাসী;
কেউ ধির কেউ অস্থির।
ও.. তবু সে নাটক স্তব্ধ হয়ে যায়,
ঘিরে ধরে কুয়াশা যখন,
ঘিরে ধরে কুয়াশা যখন।
কতশত অনুভূতি বিবর্ণ রঙ নেয়,
তুলি ধরে কুয়াশা যখন।

ভালবাসা খুঁজে ফেরে
ক্লান্ত কোন পথিক,
পৃথিবীর ধুলো মেখে গায়,
ভালবাসা ঠিক যেন
সময় ঘড়ীর কাঁটা
স্থির নেই ঠিক সরে যায়।
হো.. তবু সে সময় ঘড়ী বন্ধ হয়ে যায়,
ঘিরে ধরে কুয়াশা যখন,
ঘিরে ধরে কুয়াশা যখন।
কত’শত অনুভূতি বিবর্ণ রঙ নেয়,
তুলি ধরে কুয়াশা যখন।

Share with your friends

Leave a Comment