Song: Majhi
Singer : Ananya Chakraborty
Lyrics : Ananya Chakraborty
Majhi Lyrics in Bengali
মাঝি তোমায় চিনি না যে
কিবা তোমার নাম?
মাঝি তোমায় চিনি না যে
কিবা তোমার নাম?
ফিরিয়ে দিয়ে ভুল করেছি
গাঙ পুড়িয়ে গান।।
তোমার কথার ভুল ধরেছি
অবাক নদীর জলে,
নিটল কালো আঁখির কোলে
আকাশ প্রদীপ জ্বলে।
নাম হারিয়ে খুঁজে বেড়াই
তোমায় সারাক্ষণ,
নাম হারিয়ে খুঁজে বেড়াই
তোমায় সারাক্ষণ,
আনন্ত দূর চলবে এখন
পাগল আমার মন,
আনন্ত দূর চলবে এখন
পাগল আমার মন,
আনন্ত দূর চলবে এখন
তোমার আমার মন।।