Song: Majhi Re Dekhechoki Tumi Tare
Singer: Shaan
Majhi Re Dekhechoki Tumi Tare Lyrics in Bengali:
আমার প্রথম দেখা বৃষ্টির জলে
ভাসিয়েছি ভেলা খেলার ছলে
সেই জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে
মাঝিরে… ও মাঝিরে
দেখেছ কি তুমি তারে ?
মাঝিরে… ও মাঝিরে
দেখেছ কি তুমি তারে ?
নৌকো আমার ছেলেবেলার কাগজের
আমার প্রথম পাওয়া আঁকার খাতা
আমার প্রথম লেখা কবিতা
সেই ছেলেবেলার স্বপ্ন হাজার
গেছে হারিয়ে কোন সাগরে
মাঝিরে… ও মাঝিরে
দেখেছ কি তুমি তারে ?
মাঝিরে… ও মাঝিরে
দেখেছ কি তুমি তারে ?
নৌকো আমার ছেলেবেলার কাগজের