Song: Mayer Murti Gorate Chai
Singer : Sohini Mukherjee
Lyrics : Sadhak Ramprasad Sen
Mayer Murti Gorate Chai Lyrics in Bengali
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মা বেটি কি মাটির মেয়ে
মিছে ঘাঁটি মাটি নিয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।।
করে অসি মুণ্ডমালা
সে মাটি কি মাটির বালা,
করে অসি মুণ্ডমালা
সে মাটি কি মাটির বালা,
মাটিতে কি মনের জ্বালা
দিতে পারে নিভাইয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।।
শুনেছি মা’র বরণ কালো
সে কালোতে ভূবন আলো,
শুনেছি মা’র বরণ কালো
সে কালোতে ভূবন আলো,
মায়ের মত হয় কি কালো
মাটিতে রং মাখাইয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।।
অশিব-নাশিনী কালী
সে কি মাটি খড় বিচালি,
অশিব-নাশিনী কালী
সে কি মাটি খড় বিচালি,
কে ঘুচাবে মনের কালি
প্রসাদে কালী দেখাইয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।
মা বেটি কি মাটির মেয়ে
মিছে ঘাঁটি মাটি নিয়ে ..
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে,
মায়ের মূর্তি গড়াতে চাই।।