Song: Melecho Chul Khulecho Dana
Singer: Shreya Ghoshal
Melecho Chul Khulecho Dana Lyrics in Bengali:
মেলেছো চুল খুলেছো ডানা
জানি আঙুল ছোঁয়ানো মানা
তবু আজই, আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে
শোন ..
আমাকে রাখো বুকের পশমে,
তোমার নরমে
ও জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা
রোকে জামানা চাহে রোকে খুদাই,
তুমকো আনা পড়েগা।
চোখ বলে না না জলে যাব না
রাত বলে না বিফলে যাব না
ছোট গল্পের স্টলে যাব না,
তুই না এলে।
দেখা যাবে যদি জানাজানি হয়
জোনাকিরা ভালো ঘুমপাড়ানি হয়
তারারাও নাকি অভিমানী হয়,
দেখা না পেলে।
জানি দেখা হবে, ঠোঁটের ভেতরে,
ঘুমের আদরে।
ঘাস বালিসেরা পাশ ফেরানো থাক,
বিছানার নিচে ঘুম-পিয়ানো থাক
মিছিমিছি কিছু মোম জ্বালানো থাক,
একা টেবিলে।
কাঁচামিঠে ছোঁয়া দিয়ে মাপি মন,
ছোট কাগজের ভিড় ছাপি মন,
মনে থাকে না যে মন খারাপি মন,
দেখা না দিলে।
জানি দেখা হবে, রাতের শরীরে,
তোমার গভীরে।
মেলেছো চুল খুলেছো ডানা
জানি আঙুল ছোঁয়ানো মানা
তবু আজই, আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে
শোন ..
আমাকে রাখো, বুকের পশমে,
তোমার নরমে।
ও জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা
রোকে জামানা চাহে রোকে খুদাই,
তুমকো আনা পড়েগা।