Mon Amar Ek Notun Lyrics in Bengali |মন আমার এক নতুন লিরিক্স

Song: Mon Amar Ek Notun
Singer:  Kumar Sanu and Bijayata

Mon Amar Ek Notun Lyrics in Bengali

বলবো কি করে কি হলো আমার
কি হারালো আর কি এলো আমার।

মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে,
হো.. মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে,
তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।

মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে,
ও তুমি যে আমার, তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।

এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দুজনায় এক শুভ লগনে,
এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দুজনায় এক শুভ লগনে।
আমায় ফেলে আর কারো সাথে চলবেনা
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।

আমার যত প্রেম নাও দিলাম তোমাকে
তোমার যা আছে দাও সবই আমাকে,
ও আমার যত প্রেম নাও দিলাম তোমাকে
তোমার যা আছে দাও সবই আমাকে।
ভালোবাসি আর তুমি কাউকে বলবে না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদোরে আবদারে চোখে সে লিখেছে,
ও তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা।
মন আমার এক নতুন মস্তানি শিখেছে।।

Share with your friends

Leave a Comment