Song: Mon Rage Anurage
Singer: Shreya Ghoshal & Jeet Gannguli
Mon Rage Anurage Lyrics in Bengali:
মন রাগে অনুরাগে
আজ আরও কাছে ডাকে
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে
প্রেম যদি কাছে ডাকে
মন দূরে কি গো থাকে
ভুল বুঝোনা
তুমি ছাড়া কি ভালো লাগে
তুমি ছাড়া যে শূন্য লাগে
আকাশ বোঝে পাখির ভালোবাসা
দিনের শেষে তবু ফিরে আসা
রাতের পরে সকাল কাছে এলে
আবার পাখি ডানা যে দেয় মেলে
ও রাত কাটে না
ঘুম আসে না
চোখে স্বপ্ন তোমারই জাগে
মন রাগে অনুরাগে
আজ আরও কাছে ডাকে
না যেও না
তুমি ছাড়া যে শূন্য লাগে
তুমি ছাড়া কি ভালো লাগে
ফাগুন জানে কোকিল কেন ডাকে
ভ্রমর কেন ফুলের কাছে থাকে
সাগর বোঝে নদী কেন চলে
স্রোতের সুরে সে কোন কথা বলে
নদী মোহনায় এসে ধরা দেয়
যদি সাগর কাছেতে ডাকে