Mone Ki Dwidha Rekhe Gele Lyrics in Bengali | মনে কি দ্বিধা রেখে গেলে লিরিক্স | Rabindra Sangeet

Song: Mone Ki Dwidha Rekhe Gele
Singer: Hemanta Mukherjee
Lyricist : Rabindranath Tagore

Mone Ki Dwidha Rekhe Gele Lyrics in Bengali:

মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি,
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।

তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি
নিয়ে কম্পিত হৃদয়খানি।
তুমি আছ দূর ভুবনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।

আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথী
আকাশে উড়িছে,
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে, মনে।
মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি,
কী কথা ছিল যে মনে মনে
মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।

Share with your friends

Leave a Comment