MUCHE JAOA DINGULI Lyrics in Bengali |মুছে যাওয়া দিনগুলি লিরিক্স

Song: MUCHE JAOA DINGULI
Singer:  Kishore Kumar and Mala Sinha

MUCHE JAOA DINGULI Lyrics in Bengali

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে পড়ে যায় সেই প্রথম দেখারো স্মৃতি,
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথী।
দুজনার দুটি পথ মিশে গেলো এক হয়ে
নতুন পথেরও বাঁকে।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

সে এক নতুন দেশে,
দিনগুলি ছিলো যে মুখর কত গানে,
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে।
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা,
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গেরো খেলা।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,
আকাশ কি মনে রাখে।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

Share with your friends

Leave a Comment