Na Re Na Ar To Pare Na Lyrics in Bengali |না রে না লিরিক্স

Song: Na Re Na Ar To Pare Na
Singer: Arijit Singh

Na Re Na Ar To Pare Na Lyrics in Bengali

না রে না
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়,
না রে না
কারো ধার ধরে না,
দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রনায়।

বাড়িতে দোকানে এখানে ওখানে
যেখানে সেখানে বানভাসি,
ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে
দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি।

আমি তো ফ্রী-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল,
কে সামলায় আমায় এই অবস্থায়,
না রে না
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়।।

পড়েছি ভালোবাসায়
আর কে আমাকে পায়,
আমিও এবার পার্কে বেড়াবো
কখনো বা সিনেমায়।

এ.. অটোতে বাসেতে সিট
পাশাপাশি হবে ফিট,
আমিও এবার রকিং রোমিও
করবো মন যা চায়, হো..
দেখোনা অফিসে হচ্ছে লেট
হয়েছি প্রেমেতে গ্রাজুয়েট,
কে সামলায়ে আমায় এই অবস্থায়,
না রে না,
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়।।

ঢুলু ঢুলু চোখে চায়
কতো কি যে বলে যায়,
যেই না হেসেছে সেই তো ফেঁসেছি
আমি মাঝ গঙ্গায়।

এই চাপা চাপা ঠোঁটে তার
একশোটি তলোয়ার,
মনে হয় শুনি যাবো এখুনি
ফিদা হয়ে গেছি হায়, হো..
আমি তো ফ্রী-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল
কে সামলায় আমায় এই অবস্থায়।

না রে না
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়,
না রে না
কারো ধার ধরে না,
দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রনায়।

বাড়িতে দোকানে এখানে ওখানে
যেখানে সেখানে বানভাসি,
ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে
দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি।

আমি তো ফ্রী-তেই নাজেহাল
এক ললনা করেছে ইন্দ্রজাল,
কে সামলায় আমায় এই অবস্থায়,
না রে না
আর তো পারে না,
মন আমার নাস্তানাবুদ এক জনেরই দায়।।

Share with your friends

Leave a Comment