Nijeder Mawte Nijeder Gaan Lyrics in Bengali | নিজেদের মতে লিরিক্স

Song: Nijeder Mawte Nijeder Gaan
Singer : Arko Mukhaerjee
Lyrics : Anirban Bhattacharya

Nijeder Mawte Nijeder Gaan Lyrics in Bengali

তুমি পুরান কে বলো ইতিহাস
ইতিহাস কে বলো পুরানো
তোমার কাজ শিক্ষাকে লাঠি পেটা করে
মূর্খের জ্বালা জুড়ানো

তোমার ভক্তিতে দাগ রক্তের
তুমি কাউকেই ভালোবাসো না
তুমি বেসাতি করতে এসেছ
দেশপ্রেমের কিছুই জানো না

তুমি জানো না…তুমি জানো না

তুমি বহুদূর দূর বহুদূর দূর
বহুদূর বেড়ে গিয়েছ
ধৈর্য্যের রস ঘিলু থেকে
তুমি সবটুকু শুষে নিয়েছ

তোমার কোনো কোনো কোনো
কোনো কোনো কোনো
কোনো কথা শুনব না আর
যথেষ্ট বুঝি কিসে ভালো হবে
নিজেদের মতো ভাববো

আমি অন্য কোথাও যাব না
আমি এই দেশেতেই থাকব

হুমম…হুমম…হুমম

তুমি বাজে কথা খুব
জোড়ে জোড়ে জোড়ে
বারবার করে বলবে

তুমি এত কথার ভিড়ে
সত্যি গুলোকে চুরমার করে চলবে

আমি গোয়েবলস এর আয়নায়
ঠিক তোমাকেই দেখে ফেলেছি
এই হাঙরের দাঁত পুরনো
তাতে পোঁকা লেগে আছে দেখেছি

তুমি গরীবের ভালো চাও না
সেটা বোঝাতে বাকি রাখোনি
তুমি মিথ্যে পুজোতে ব্যস্ত
কোনো সত্যি লড়াইয়ে থাকোনি

তুমি সবধরনের অঙ্ক
পাকিস্তান দিয়ে গুন করেছ
তুমি সবাইকেই খুব রাগিয়ে
নাছোড়বান্দা করে ছেড়েছো

যব জুলমো সিতম কে কুহে গারা
রুহি কি তরহা উড় জায়েঙ্গে
হাম দেখেঙ্গে… হাম দেখেঙ্গে

তুমি বহুদূর দূর বহুদূর দূর
বহুদূর বেড়ে গিয়েছ
ভারতের ভিত নাড়িয়ে
নিজের সমন কে ডেকে নিয়েছ

তোমার কোনো কোনো কোনো
কোনো কোনো কোনো
কোনো কথা শুনব না আর
যথেষ্ট বুঝি কিসে ভালো হবে
নিজেদের মতো ভাববো

Share with your friends

Leave a Comment