Nitya Tomar Je Phool Phote lyrics(নিত্য তোমার যে ফুল ফোটে ) Srikanto Acharya

Nitya Tomar Je Phool Phote lyrics: Srikanto Acharya

নিত্য তোমার যে ফুল
ফোটে ফুলবনে
তারি মধু কেন মন-মধুপে
খাওয়াও না

নিত্য তোমার যে ফুল
ফোটে ফুলবনে
নিত্যসভা বসে তোমার
প্রাঙ্গণে

তোমার ভৃত্যের সেই সভায়
কেন গাওয়াও না
নিত্য তোমার যে ফুল
ফোটে ফুলবনে
তারি মধু কেন মন-মধুপে
খাওয়াও না

নিত্য তোমার যে ফুল
ফোটে ফুলবনে

বিশ্বকমল ফুটে চরণ
চুম্বনে
সে যে তোমার মুখে মুখ
তুলে চায় উন্মনে
বিশ্বকমল ফুটে চরণ
চুম্বনে

সে যে তোমার মুখে মুখ
তুলে চায় উন্মনে
আমার চিত্ত-কমলটিরে সেই
রসে

কেন তোমার পানে
নিত্য-চাওয়া চাওয়াও না

নিত্য তোমার যে ফুল
ফোটে ফুলবনে
তারি মধু কেন মন-মধুপে
খাওয়াও না
নিত্য তোমার যে ফুল
ফোটে ফুলবনে

আকাশে ধায়
রবি-তারা-ইন্দুতে
তোমার বিরামহারা
নদীরাধায় সিন্ধুতে
তো আকাশে ধায়
রবি-তারা-ইন্দুতে
তোমার বিরামহারা
নদীরাধায় সিন্ধুতে

তেমনি করে
সুধাসাগর-সন্ধানে
আমার জীবনধারা নিত্য
কেন ধাওয়াও না|

পাখির কণ্ঠে আপনি জাগাও
আনন্দ
তুমি ফুলের বক্ষে ভরিয়া
দাও সুগন্ধ

পাখির কণ্ঠে আপনি জাগাও
আনন্দ
তুমি ফুলের বক্ষে ভরিয়া
দাও সুগন্ধ

তেমনি করে আমার
হৃদয়ভিক্ষুরে
কেন দ্বারে তোমার
নিত্যপ্রসাদ পাওয়াও না
নিত্য তোমার যে ফুল
ফোটে ফুলবনে

তারি মধু কেন মন-মধুপে
খাওয়াও না
নিত্য তোমার যে ফুল
ফোটে ফুলবনে।

Share with your friends

Leave a Comment