Oliro Kotha Shune Bokul Hashe Lyrics in Bengali |অলির কথা শুনে লিরিক্স

Song: Oliro Kotha Shune Bokul Hashe
Singer: Hemanta Mukherjee

Oliro Kotha Shune Bokul Hashe Lyrics in Bengali

অলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত
তুমি আমার কাছে কভু আসো না তো।।

আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।

অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো।।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে,
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে।

যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত
তুমি আমায় তবুও ভালবাসো না তো।

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো।।

Share with your friends

Leave a Comment