Song: Ore Mon Udashi
Singer: Arijit Singh
Ore Mon Udashi Lyrics in Bengali
কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার
কেন আসে দিন তোকে চোখে হারাবার,
কী উপায় ফেরা যায়, তোর স্বপ্নতে আবার
ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায় ?
ওরে পরবাসী,
ওরে বন্ধু আমার ফিরে আয়।।
হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব
চলে গেছে ঢলে গেছে কালকের কলরব,
কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না
খালি খালি চারিপাশ, এ আমার দেশ না।
কী উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার
ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায় ?
ও.. ওরে পরবাসী,
ওরে বন্ধু আমার ফিরে আয়।।
তোর সাথে এসে যেতো, ঝর্ণারা কথাদের
ঝরে গেল কেন আজ মরসুম পাতাদের,
কত না বিকেল ঘুড়ি উড়িয়েছি দু’জনে
চলে আয় চলে আয়, আজ আবার উজানে।
কী উপায়, ফেরা যায় তোর স্বপ্নতে আবার
ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায় ?
ও.. ওরে পরবাসী,
ওরে বন্ধু আমার ফিরে আয়।।