Song: Phote Je Rokto Golap
Singer: Kishore Kumar
Phote Je Rokto Golap Lyrics in Bengali
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ,
নেভাতেই প্রদীপ আমার
আসে যে ঝড়, ভেঙে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ।
কাঁচেরই মতই আমি
ভেঙে যাই আঘাতে,
পারি কোই ভাঙা জীবন
জোড়া আর লাগাতে।
হিসেবে ক্ষতি ছাড়া, পাই কতটুক
ভেঙ্গে যায় বুক।
ডাকেনা কেউতো আমায়
দুটো হাত বাড়িয়ে,
ধূ ধূ এই আঁধার আলোয়
আছি আমি হারিয়ে।
মুখোশের আড়ালেতে
ঢেকে রাখি মুখ, ভেঙ্গে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ,
নেভাতেই প্রদীপ আমার
আসে যে ঝড়, ভেঙ্গে যায় বুক।
ফোটে যে রক্ত গোলাপ
চিরদিনই তার কাঁটাতেই সুখ।