Song: Piya Bina Jiya Lage Na
Singer: Arijit Singh
Music : Indraadip Dasgupta
Lyricist: Prasen
Piya Bina Jiya Lage Na Lyrics in Bengali
পিয়া বিনা জাগে না রে,
না রে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না।
আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনা এ ঘর আমাদের,
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের।
ভুলে যেতাম কোলাহল
বুঝে নিতাম সবই বল
ছিল রোজের চলাচল আমাদের ..
আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনা এ ঘর আমাদের,
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের।
জানবি না তুই, কষ্ট আমার
বলছে হাওয়া, অভিমানি
মানবি না তুই, বললে হাজার
গল্প কথা আজকে জানি
দেখা পাওয়া হল না আমার।
তুই হবি ঢেউ আর আমি হবো জল
বানাবো সাগর আমাদের,
আমি হবো দোল আর পূর্ণিমা তুই
রাঙাবো শহর আমাদের,
কোথায় সেই কোলাহল ?
কোথায় সেই চলাচল ?
এলো কেন এ দিনবদল আমাদের ?
কথা ছিল, অনেক কিছুই
সবই আছে, নেই শুধু তুই,
আছি এখন, খুব দোটানায়
এভাবে বল বাঁচা কি যায়?
দেখা পাওয়া গেলো না রে আর
আমি হবো রাত আর তুই হবি চাঁদ
জোছনা এ ঘর আমাদের,
তুই হলে রোদ আমি রংধনু হই
ছিল সে শহর আমাদের।
ভুলে যেতাম কোলাহল
বুঝে নিতাম সবই বল,
ছিল রোজের চলাচল আমাদের।
পিয়া বিনা জাগে না রে,
না রে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না ..