Song: Premer Karigor
Singer: Imran Mahmudul
Premer Karigor Lyrics in Bengali
আমি না হয় করেছি ভুল
তাই বলে কি ফুটবে না ফুল
গাইবে না কি ওই পাখি গান
নদীতে কী আসবে না বান
চাঁদের আলো আর তারা
সাজাবে না কি ওই আসমান।
কেন একটি ভুলে ভেঙে যাবে দুটি অন্তর
মনে মনে দাও হে জোড়া প্রেমের কারিগর (x2)
আমার চোখের মাঝে, সকাল সাঁঝে
স্মৃতির ধূলো উড়ে আসে
কান্না শেষে আবার আমি
বসে থাকি নোনা জলের পাশে।
কেন একটি ভুলে ভেঙে যাবে দুটি অন্তর
মনে মনে দাও হে জোড়া প্রেমের কারিগর (x2)
আমার সকল কাজে, মনের ভাঁজে
কিসের ব্যথা জেগে ওঠে
শূণ্য ফাঁকা শহর জুড়ে
কারে ডেকে যেন হৃদয় ছোটে।
কেন একটি ভুলে ভেঙে যাবে দুটি অন্তর
মনে মনে দাও হে জোড়া প্রেমের কারিগর।..