Prithibir Chabi Lyrics: Srikanto acharya
পৃথিবীর চাবি – Prithibir Chabi
Singer: Srikanto Acharjya
Music: Joy Sarkar
Lyrics: Arna Sheel
তোমার জন্য রয়েছে রাখা
হাজার আলো বছর মাখা পাখির পাখা
তোমার জন্য আদিম গুহায়
প্রথম তুলি টানের ছবি রয়েছে আঁকা
তোমার জন্য গুটি গুটি
পাথর যুগের প্রজাপতি মেলল ডানা
তোমার জন্য বরফ গলে
আকাশ নীলে ছড়িয়ে দিল বৃষ্টি ডানা
তাই তোমার জন্যে রেখে গেলাম পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি
জানি এখন তোমার ঘরে একলা জীবন গুমরে মরে বিপন্নতায়
জানি তোমার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের দৃশ্যমুখর অস্থিরতায়
তবু যদি একটিবারও দুচোখ মেলে দেখতে পারো
পাখির ডানায় আকাশ জলের ছবি
তখন বুঝবে তোমার হাতেই আছে এই পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি
তাই তোমার জন্যে রেখে গেলাম পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি
যখন তুমি এগান শুনে নেবে তোমার পাঁজর ভরে দমকা বাতাস
তখন তোমার উঠোন জুড়ে খেলবে নদী দুলবে হাওয়ায় রক্তপলাশ
খুঁজে পাবে তোমার ভাষা ছোঁবে তোমায় ভালোবাসা
বুকের পাথর ভাঙবে দেখো সবই
তখন তোমার হাতেই পাবে এই পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি
তাই তোমার জন্যে রেখে গেলাম পৃথিবীর চাবি
হাতে রেখো এটাই আমার দাবি।