Song: Protibeshi
Singer: Anupam Roy
Protibeshi Lyrics in Bengali
বন্ধুহীন ফিরছি ঘর,
মাঠের ধূলো কামড়ে ধর,
এই ঠিকানায় নেই গাড়ির চাকার দাগ।
প্রতিবেশী কোনো দেয়াল আমার নেই,
কে কখন চাইছে কি,
খুব অবাদ্ধ মোমবাতি,
কোন নিয়মে আমার জানলা অল্প ফাঁক।
প্রতিবেশী, কোনো গোপন শর্ত নেই,
আমি জানি তুমি শুনছো গান,
আমার মতোই পাতছো কান,
আমার মতোই তুমিও আজকে একা।
প্রতিবেশী তুমি জানোনা,
তুমি যতো ভাবো আমি ততো ভালোনা,
প্রতিবেশী এতো ভেবোনা,
তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগোনা..
জেগোনা।
একটা কাপ, একটু চা,
সাহস করেও পারছি না,
এই বারান্দায়, আসে রসুন পোড়ার ঘ্রান।
প্রতিবেশী তুমি রান্না করছো কি?
বৃষ্টি এলে, বন্ধ সব,
ভিজলে ভিজুক, ফুলের টব,
তোমার ঘরে, তুমি এখন কাকে চাও?
প্রতিবেশী, তুমি আমায় ডাকছো কি?
আমি জানি তুমি শুনছো গান,
ঠান্ডা জলে করছো স্নান,
আমার মতোই তুমিও আজকে একা।
প্রতিবেশী তুমি জানোনা,
তুমি যতো ভাবো আমি ততো ভালোনা,
প্রতিবেশী এতো ভেবোনা,
তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগোনা..
জেগোনা..
বন্ধুহীন ফিরছি ঘর..