Sab Range Tui Lyrics in Bengali |সব রঙে তুই লিরিক্স

Song: Sab Range Tui
Singer: Rupam Islam

Sab Range Tui Lyrics in Bengali

দেখেছি স্বপ্নে যে ছবিটা
তার সব রঙে তুই জড়িয়ে ছিলি,
ভেবেছি বলবো যে কথাটা
না বলতেই দেখি বুঝে তুই নিলি।

তোকে দেখলে পরে সামনে
দেখা দেয় যে অন্য সকাল,
একা একাকী পথে
কী করে চলেছি কাল,
আজ বদলে গেছি আমি
তোর চোখেও ওওও..

ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে,
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে।

তোর মনে, মন রেখে
দুলতে ভালো লাগে,
না বলা ইচ্ছেরা
চোখে রাত জাগে।

কথা বললে, সুরে মিশে
শুরু হয় যে গানের আলাপ,
তোর ছোঁয়ায় আসে বাহার
মনে ফোটে হাজার গোলাপ।

আজ বদলে গেছে সবই
এই চোখেও ওওও..

ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে,
ঢেউ তুলে এই বুকের কিনারে
এক নদী যেন মিললো সাগরে।

Share with your friends

Leave a Comment