Sabar Arale Lyrics in Bengali | সবার আড়ালে লিরিক্স

Song: Sabar Arale
Singer : Lata Mangeshkar
Lyrics : Salil Chowdhury

Sabar Arale Lyrics in Bengali

সবার আড়ালে সাঁঝ সকালে
সে যে আসে গোপনে
মনের বনে, ফুল চয়নে,
কেউ জানেনা,
কেউ চেনেনা তারে।
সবার আড়ালে সাঁঝ সকালে
সে যে আসে গোপনে,
মনের বনে, ফুল চয়নে,
কেউ জানেনা,
কেউ চেনেনা তারে।।

তারে খুঁজো না ..
সে যে বীণার তারের মূর্ছনা,
বন জোছনায় ..
ঝরে পড়া ফুলের অর্চনা।

সে যে কোনো কবির
তুলি দিয়ে আঁকা ছবি,
আসে গোপনে,
ফুল চয়নে, কেউ জানেনা
কেউ চেনেনা তারে।

সবার আড়ালে সাঁঝ সকালে
সে যে আসে গোপনে,
মনের বনে, ফুল চয়নে,
কেউ জানেনা,
কেউ চেনেনা তারে।।

সে যে কোকিলার ..
কুহু কুহু সুরের আলপনা,
সুর সাধনায় ..
নতুন নতুন রাগের কল্পনা।

সোনায় সোহাগা
নি ধা মা পা গা মা মা পা গা,
আসে গোপনে, ফুল চয়নে
কেউ জানেনা,
কেউ চেনেনা তারে।

সবার আড়ালে সাঁঝ সকালে
সে যে আসে গোপনে,
মনের বনে, ফুল চয়নে,
কেউ জানে না,
কেউ চেনে না তারে।।

Share with your friends

Leave a Comment