Sesh Dekha Lyrics in Bengali |শেষ দেখা লিরিক্স

Song: Sesh Dekha
Singer: Arman Alif

Sesh Dekha Lyrics in Bengali

ছলছল আঁখি আর জল ভরা চোখ
বুক ভরা ব্যাথা আর বিরহ দু’চোখ।
সব কিছু দিয়ে তুই অচেনা
মরে গেছে অন্তর পেয়ে প্রহসন্তর
প্রান তবু তোকে ছাড়া বাঁচে না।

তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষবার এসে তুই দেখে যা।

সোনালি বিকেলটা আসেনা তো আর
হয়না খোঁপায় দেয়া ফুল,
অভিমানে কেউ মুখ করে নাতো ভার
কথা কাজে হলে কোনো ভুল।

তর মতো কেউ আর করে না শাসন
তুই ছাড়া কারো হতে পারিনি আপন।
অনুরোধ এসে তুই রেখে যা

তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষবার এসে তুই দেখে যা।

স্মৃতিরও আকাশে শুধু সুখেরা আমার
দুঃখের বাতাসে ভরা ঘোর,
একা একা ভোর করি নিদ্রা বিহিন
বেদনার বিরহে প্রহর।

ছায়া ছাড়া কেউ পাশে নেই যে আমার
পালিয়ে বেড়ায় সেও দেখলে আঁধার।
কপালে শেষ আদর এঁকে যা..
তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষ বার এসে তুই দেখে যা।

Share with your friends

Leave a Comment