Song: Shaone Ba Bhadore
Singer: Rupam Islam
Shaone Ba Bhadore Lyrics in Bengali
কেন মাঝে মাঝে তোর সাথে
চেনা রাস্তা বা ঘুর পথে
শুধু লুকিয়ে পড়তে চাই
আধো-আধো অধরা আলোতে
কেন এঁকে ফেলি নিজেকে
ফের ঢেকে ফেলি নিজেকে
হয়তো নিয়ম এটাই
কিছু কিছু বেসে যাওয়া ভালোতে..
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
জানি.. না জানি.. কি জানি..
কতটা ওদিকে ওঠে, মন কেমন
শুধু জানি.. অভিমানী, এক কাহিনী,
তিলে তিলে বেড়ে ওঠা, খুব গোপন।
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।
ও.. আমি, অনামী, বেনামী,
চিঠিতে, মাটিতে, লিখে রাখি, যত গান
আসে, বারোমাসে, উপহাসে,
দিনেরা রাতে ও ভোরে চলে অভিধান।
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে,
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে
দেওয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে।
শাওনে বা ভাদরে,
তোকে রাখবো আদরে।