Song: Shohage Adore
Singer: Anupam Roy
Shohage Adore Lyrics in Bengali
সোহাগে আদরে বাঁধা পড়ে আমি
ভালোবেসে যাই,
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি
ভালোবেসে যাই।
ভ্রমণের শেষে
ফিরে এসো তুমি আগের মতো,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়।
আধখানা ভোরে আলোরেখা হয়ে
ভালোবেসে যাই।।
কোলাহলে মাথা তুলে হাঁটি
কানে লেগে থাকে তোমার গলার স্বর,
মলায়েম রুমাল রোদে পরিপাটি
আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর।
তোমার জানলায়
কেউ তারা গোনে তোমার অপেক্ষায়,
শিশিরের রাতে
ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই।।
হাওয়া তাকে এনে দিলো ডালপালা
আবছা হয়ে আসছে অহংকার,
ভালো লাগে পুতুল পুতুল এই খেলা
এর নাম কেউ রেখেছে সংসার,
তাই বারান্দায়,
কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়।
সোহাগে আদরে বাঁধা পড়ে আমি
ভালোবেসে যাই,
স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি
ভালোবেসে যাই।
ভ্রমণের শেষে
ফিরে এসো তুমি আগের মতো,
কেউ বসে আছে তোমার অপেক্ষায়।
আধখানা ভোরে আলোরেখা হয়ে
ভালোবেসে যাই।।