Sobar Durga Maa Lyrics in Bengali |সবার দূর্গা মা লিরিক্স

Song: Sobar Durga Maa
Singer: Kumar Sanu

Sobar Durga Maa Lyrics in Bengali

ঢাকে যেই পড়লো কাঠি
হয়ে যায় জমজমাটি,
আলোরই খুশির রঙে সব।
ধনুচি নাচের তালে
নাচে মন সাতসকালে,
আমাদের এ দুর্গোউৎসব।

হ্যাঁ, বাংলা মাতলো আবার
পোশাকের রঙ্গীন বাহার,
ভুলে যাই আপন বা কে পর।
রমরমা মজাতে ভাই
প্রাণ খুলে নাচো সবাই,
মেতে যায় বাঙালিদের ঘর।

বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।

মা গো তোমার আগমনে
ঘরে ঘরে খুশি থাক,
হৃদয় জুড়ে থাকলে আসিস
সব অন্ধকার দূরে যাক।
ছন্দেতে আজ মাতলো সবাই
মাতলো আবার কাশ বন,
শরতেরি মেঘের মতো
গেয়ে উঠুক সবার মন।

বাজা রে, বাজা রে, বাজা
ঢাক ঢোল কাঁসর বাজা,
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দূর্গা মা।

Share with your friends

Leave a Comment