Swapno to Keu Dekhche Na Lyrics(স্বপ্ন তো কেউ দেখছে না) | Srikanto acharya

Swapno to Keu Dekhche Na Lyrics: Srikanto acharya

না রে সাহস করে স্বপ্ন
তো কেউ দেখছে না
না রে সত্যি কথা মুখ
ফুটে কেউ বলছে না
চলছে জীবন ভুল ঠিকানার
সন্ধানে
ছুটছে শুধু যাচ্ছে
কোথায় কে জানে

আয় ঘুম, যায় ঘুম, ঘুম আয়,
স্বপ্ন রাত বিরেতে
চেনা মানুষ যায় না চেনা
এই ভীড়েতে
মেঘলা দিনের মতো আঁধার
এই মন
ভালোবেসে কাছে কেউ
ডাকছে না

নাচছে সবাই নাচছে রে
সময় ঘোর কলিকাল
ভরসা কোথায় পাল্টে যাবে
এই দিনকাল
দীর্ঘ রাতের কালো ভিড়ল
শুধু
ভোর হবার গান কেন কেউ
গাইছে না।

Share with your friends

Leave a Comment