Song: Take Dekhte Pawar Ashay
Singer: Nachiketa Chakraborty
Take Dekhte Pawar Ashay Lyrics in Bengali
তাকে দেখতে পাবার আশায়
কেটে যেত কত সকাল বিকেল (x2)
তার কথা ভেবে অংকেতে ফেল
বাবা ভেঙেছিল হাতে দু’টো স্কেল।
তাকে দেখতে পাবার আশায়
কেটে যেত কত সকাল বিকেল।
আজ ধূসর আলোতে,
সাদাতে কালোতে (x2)
ঝাপসা স্মৃতি হাতড়াই।
স্মৃতির কুয়াশা, সে যেন দুরাশা,
ব্যর্থতা ফিরে ফিরে পাই..
তাকে দেখতে পাওয়ার আশায়
কেটে যেত কত সকাল বিকেল।
স্বরস্বতী পূজো পাড়াতে
সব কিশোরেরা চায় মন হারাতে (x2)
হঠাৎ শাড়ীর সাজে দেখা তাকে
জীবন বাধ্য থমকে দাঁড়াতে।
আজ ধূসর আলোতে,
সাদাতে কালোতে (x2)
ঝাপসা স্মৃতি হাতড়াই।
স্মৃতির কুয়াশা, সে যেন দুরাশা,
ব্যর্থতা ফিরে ফিরে পাই..
তাকে দেখতে পাবার আশায়
কেটে যেত কত সকাল বিকেল।