Song: Tarader Shesh Tarpon
Singer: Shreya Ghoshal
Tarader Shesh Tarpon Lyrics in Bengali:
আগে ছিলে দুচোখের তারা
জানি আজ পেয়েছ আকাশ
আর স্মৃতিরা হারিয়ে যায় পাছে
লিখে রাখি সেই ইতিহাস
দূরে তবু কাছে
হাত ভরে দিলাম এখন
তারাদের শেষ তর্পণ
দেখেছি পৃথিবী থেকে আজ
জ্বলে আছ দূরে এককোনে
আকাশের গায়ে কারুকাজ
মানুষ তারার নাম কোণে
সকলেই হতে চায় এ তারা
কেউ কেউ তারা হতে পারে
বাকিদের দিন হয় সারা
প্রণামী এই অধিকারে
কতটুকু পারি আর
এইভাবে করেছি স্মরণ
তারাদের শেষ তর্পণ