Song: Tomar Jonnyo
Singer: Rupankar Bagchi
Tomar Jonnyo Lyrics in Bengali
তোমার জন্য পুজোর ছুটি
একটুকরো মেঘের ফাঁকে রোদের গান,
তোমার জন্য অশ্বিন মাস
কাশের বনে দমকা বাতাস খুশির স্নান।
তোমার জন্য পুজো মানে,
মহালয়ায় সকাল বেলায়, বীরেন বাবু
তোমার জন্য ষষ্ঠী সকাল,
কাঁপছে শহর খুশির ঝড়ে, ভীষণ কাবু।
কোথায় তখন চিলতে আলোয়,
এক মুঠো ভাত একটু নুনে, বেঁচে থাকা
কোথায় তখন বানের জলে,
সব হারিয়েও কোনো মতে, ভেসে থাকা।
যখন তোমার আগমনী
তখন কোথাও নীরবতা,
যখন তোমার সিঁদুর খেলা
তখন কোথাও বিষন্নতা।
যখন তোমার আগমনী
তখন কোথাও নীরবতা,
জানি এবার বলবে তুমি
এসব নেহাত বাচালতা।
তোমার জন্য নতুন জুতো
নতুন জামা নতুন সবই, পুজোর সেলে
তোমার জন্য শহর সাজে
রঙীন সুতোয় ঝলমলিয়ে, নিয়ন জ্বেলে।
তোমার জন্য আকাশ কুসুম
স্বপ্ন শহর খুঁটি পুজোয়, থিমের খেলা
তোমার জন্য শপিং-মলে
চোখ ধাঁধানো মন মাতানো, আলোর খেলা।
যখন তোমার আগমনী
তখন কোথাও নীরবতা,
যখন তোমার সিঁদুর খেলা
তখন কোথাও বিষন্নতা..