Tomay Debar Mato Lyrics (তোমায় দেবার মত | Srikanto Acharya

Tomay Debar Mato Lyrics: Srikanto Acharya

তোমায় দেবার মত
শিল্পী: শ্রীকান্ত আচার্য্য
Composer: জয় সরকার

অন্ধকারে একটি মৃদু আলো

একটু হাওয়া আঁজলা ভরে জল
একটা পাহাড় নাম না জানা নদী
সবুজ পাতায় রোদের চলাচল
আকাশ কেঁদে বুক ভাসিয়ে দিলে
দিগন্ত ওই যেমন একাকার.
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার …

Ye yeh ye yeh ye he ye he
Ye yeh ye yeh he he aa ha ha
Ye yeh ye yeh ye he aa ha ha

তোমায় দিলাম প্রথম যৌবনের
ঠোঁটের আগুন, পাগল করা সুখ
বোতাম ছেঁড়া বুকের পাগলামি
আমার ছিল, না হয় তোমার হোক .
তোমায় দিলাম রোদের পিছু পিছু
স্তব্ধ দুপুর. ফড়িং ধরার খেলা
কান্না চেপে একা অনেক দূরে.
দাঁড়িয়ে থাকা আমার ছেলেবেলা .
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার ।

তোমার নামে যেমন বেঁচে আছি
তোমার নামে তেমন যেন মরি.
আমার ব্যাথা উপুড় করা ছাড়া
তোমায় আমি আর কি দিতে পারি
তোমায় দিলাম আমার জেগে থাকা
অনেক পুড়ে ধূসর ধ্রুবতারা
আগুন জ্বলা বুকের সবই তোমার
ভালোবাসার শান্তি টুকু ছাড়া .
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার
বলো বলো তোমায় দেবার মত.
এসব ছাড়া কি আছে আমার .

Ye yeh ye yeh ye he he he
Ye yeh ye yeh he he aa ha ha.
Ye yeh ye yeh ye he he he
Ye yeh ye yeh he he aa ha ha haaa.

Share with your friends

Leave a Comment