Tomra Kunjo Sajao Go Lyrics (তোমরা কুঞ্জ সাজাও গো)

Tomra Kunjo Sajao Go Lyrics

তোমরা কুঞ্জ সাজাও গো
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

মনে চায়, প্রাণে চায়
মনে চায়, প্রাণে চায়
দিল চায় যারে,
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে,
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে,
যৌবনের বসন্তে এ মন থাকতে চায়না ঘরে।
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

আতর গোলাপ চুয়া-চন্দন ছিটাইয়া দাও ঘরে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে।
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

আসিলে আসিতে পারে ভরসা অন্তরে,
করিমে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে।
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
মনে চায়, প্রাণে চায়
মনে চায়, প্রাণে চায়
দিল চায় যারে,
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে।

নয়ন যদি ভুলে সইগো মন ভুলেনা তারে,
এগো প্রেমের আগুন হইয়া
দ্বিগুণ দিনে-দিনে বাড়ে
আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে,
আমায় যেন ছেড়ে যায় না প্রবোধ দিও তারে।

Tomra Kunjo Sajao Go Lyrics

Tomara kunjo sajao go
Aaj amar prano nath asite pare
Tomra kunjo sajao go
Aaj amar pranonath asite pare
Dile chai mone chai
Dile chai mone chai, prane chai tare

Tomra kunjo sajao go
Aaj amar pranonath asite pare
Tomra kunjo sajao go
Aaj amar pranonath asite pare

Share with your friends

Leave a Comment