Song: Totodur Prem
Singer : Somlata Acharyya Chowdhury & Jimut Roy
Music Director : Joy Sarkar
Lyrics : Srijato
Totodur Prem Lyrics in Bengali
ততদূর প্রেম হাইওয়ে যত দূর
আমাদের মন খুব জোরে ছুটে যায়,
বসন্তকাল নাম ডাকে বন্ধু’র
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায়।
তুমি না থাকলে একা হয়ে যাই খুব
তুমি কাছে এলে ইচ্ছে আগুন পায়,
স্পর্শেরা এই বর্ষায় দেবে ডুব
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায়,
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায়।।
মনখারাপেরা দাঁড়িয়েছে
দেখো রাস্তার মোড়ে মোড়ে,
তুমি ছুঁয়ে দিলে কিছু ফুল ফুটবেই
দুঃখের দিনে তোমার আঙুলে
খুশির বেলুন ওড়ে,
এর চেয়ে ভালো আর জেনো কিছু নেই ..
হাত ধরে আরও কিছু পথ হবো পার
মাইলস্টোনেরা চুপিচুপি দেবে সায়,
শীত বলে গেছে উষ্ণতা দরকার
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায়,
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায় ..