Song: Tui Chuli Jokhon
Singer: Arijit Singh & Shreya Ghoshal
Lyricist: Dipangshu
Tui Chuli Jokhon Lyrics in Bengali:
তুই হাসলি যখন,
তোরই হল এই মন ।
তুই ছুঁলি যখন,
তোরই হল এই মন ।
দুচোখে আঁকছে শীত,
বাহারি ডাকটিকিট ।
দুচোখে আঁকলো শীত,
বাহারি ডাকটিকিট ।
আলসে রোদের চিঠি,
পাঠালো পিওন ।
ইতিউতি কার্নিশে,
আলোছায়া যায় মিশে ।
চলো না কুড়োব আবার ।
এলোমেলো চেনা রুটে,
বসন্ত যায় যাবে, যায় জুটে ।
ভালোবেসে জীবন কাবার ।
গুঁড়ো গুঁড়ো করিডরে,
চুপিসারে পাতা ওড়ে ।
আজ বাতাসও মাতাল ।
বেপরোয়া হাফ ছুটি,
মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি
ভালোবেসে উথাল পাথাল ।
এত কথা বলি যাকে,
চিনি আমি, চিনি তাকে ।
চোখে চোখে কথোপকথন ।
তুই ছুঁলি যখন,
তোরই হল এই মন ।
তুই হাসলি যখন,
তোরই হল এই মন ।
দুচোখে আঁকছে শীত,
বাহারি ডাকটিকিট ।
দুচোখে আঁকলো শীত,
বাহারি ডাকটিকিট ।
আলসে রোদের চিঠি,
পাঠালো পিওন ।