Tui Ki Kore Dili Lyrics in Bengali |তুই কি করে দিলি লিরিক্স

Song: Tui Ki Kore Dili
Singer: Anupam Roy

Tui Ki Kore Dili Lyrics in Bengali:

আমার চোখে চোখ রাখ তুই,
আমার কথা গুলো,
তোর হয়ে যেতে পারে
দুর্ঘটনা ঘটতে দে
আঙ্গুল গুনে ফেলা,
মনে পড়ে যেতে পারে (x2)

বাড়ি ফিরে, বাড়ি ফিরে
কি ভালো লাগে
নিচু হাসি, পাশাপাশি
কি ভালো লাগে।

তোর কথাতেই, ঘুরছি রোদে
চান খাওয়া নেই, চুল গুলোতে ..

তুই, তুই কি করে দিলি,
তুই এ কি করে দিলি রে,
বল না, বল না, বল না (x2)

নীরবতায় বাড়ছে রাত,
কিসের অভিমানে,
আমায় ছেড়ে যেতে পারে
কানের কাছে রাখছি হাত,
পেটের কথাগুলো,
ঠোঁটে আনা যেতে পারে ..

ক্রমাগত, কথা মতো,
এড়িয়ে গেলি তুই।
বিষমিশে, ফিসফিসে,
এড়িয়ে গেলি তুই।

তোর কথাতেই, ঘুরছি রোদে ,
চান খাওয়া নেই, চুল গুলোতে ..

তুই, তুই কি করে দিলি,
তুই এ কি করে দিলি রে,
বল না, বল না, বল না (x4)

Share with your friends

Leave a Comment