Tumi Bolle Lyrics in Bengali |তুমি বললে লিরিক্স

Song: Tumi Bolle
Singer: Imran Mahmudul

https://www.youtube.com/watch?v=WcuL6sII6wU

Tumi Bolle Lyrics in Bengali

তুমি বললেই ভুল গুলো সব
ফুল হয়ে ফোটে,
কতো আদোর আছে বলো
তোমার গালে ঠোঁটে।

নাকের ডগায় ঘাম জমিয়ে
একটু যখন হাসো,
বুঝতে পারি আমায় তখন
অনেক ভালোবাসো।

তুমি বললেই ভুল গুলো সব
ফুল হয়ে ফোটে,
কত আদর আছে বলো
তোমার গালে ঠোঁটে।

চোখের কোনে আদর এঁকে
পাঁজরে দাও ছায়া,
মনের বুকে মন মিশিয়ে
বিছিয়ে দাও মায়া।

নাকের ডগায় ঘাম জমিয়ে
একটু যখন হাসো,
বুঝতে পারি আমায় তখন
অনেক ভালোবাসো।

তুমি বললেই ভুল গুলো সব
ফুল হয়ে ফোটে,
কত আদর আছে বোলো
তোমার গালে ঠোঁটে।

হো.. ফিরতি পথের সুখ হয়ে যাই
পা বাড়ালেই রোজ,
হারিয়ে আমি যেতে পারি
পেলে তোমার খোঁজ।

নাকের ডগায় ঘাম জমিয়ে
একটু যখন হাসো,
বুঝতে পারি আমায় তখন
অনেক ভালোবাসো।

তুমি বললেই ভুল গুলো সব
ফুল হয়ে ফোটে,
কত আদোর আছে বোলো
তোমার গালে ঠোঁটে।

Share with your friends

Leave a Comment