Song: Mone Koro Prithibite
Singer: Kumar Sanu
Mone Koro Prithibite Lyrics in Bengali
মনে কর পৃথিবীতে,
তুমি আর আমি ছাড়া নেই আর কেউ।
নির্জন পৃথিবীতে,
ভালবেসে যাব মোরা মরন এলেও।
মনে কর তুমি আকাশ,
সেই আকাশে আমি তারা।
ও মনে কর তুমি নদী,
আমি সেই নদীর ধারা।
গোধূলিতে মিশে রব, মোহনায় ভেসে যাবো
কখনো জীবন গেলেও।
মনে কর পৃথিবীতে,
তুমি আর আমি ছাড়া নেই আর কেউ।
নির্জন পৃথিবীতে,
ভালবেসে যাব মোরা মরন এলেও।
মনে কর তুমি আলো,
আমি তার আলো ছায়া।
ও মনে কর রাত্রি আমি,
তুমি তার নীল চাঁদোয়া।
ও আলো আর আঁধারিতে,
রব মোরা একসাথে
হাজার বাঁধা এলেও।
মনে কর পৃথিবীতে,
তুমি আর আমি ছাড়া নেই আর কেউ।
নির্জন পৃথিবীতে,
ভালবেসে যাব মোরা মরন এলেও।