Song: Tumi Je Amar
Singer: Hridoy Khan & Sabrina Porshi
Tumi Je Amar Lyrics in Bengali
শিশির দেখে তুমি স্বপ্ন রাখো এঁকে
রোডের মাঝে স্পর্শ তোমার বাজে
হাত রাখো পাখি হয়ে পাড়ি দেবো
তোমার সাথে দূর অজানাতে।
মনে হয় আলো হয়ে,
এসে তুমি মুছে দিলে অন্ধকার।
থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর
তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার।
বহুদূর পথ পাড়ি দিয়ে, দেবো আমিও জানিয়ে
ভালো যে বাসি আমিও ভাসি,
কি যে ময় বুকে জড়িয়ে।
মনে হয় আলো হয়ে,
এসে তুমি মুছে দিলে অন্ধকার।
থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর
তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার।