Song: Tumi Jodi Chao
Singer: Shreya Ghoshal, Dev Arijit
Lyrics – Ritam Sen
Tumi Jodi Chao Lyrics in Bengali:
তুমি যদি চাও, দু’হাত বাড়াই ।
তুমি যদি চাও, নিজেকে হারাই ।
তুমি যদি চাও, মানুষের ভিড়ে
কাঁধে মাথা রাখি, আদর কুড়োয় ।
তুমি যদি চাও, দু’হাত বাড়ায় ।
তুমি যদি চাও, নিজেকে হারায় ।
যেমন ইচ্ছে, আমাকে সাজাও ।
এটুকু আঁধার, আলো করে দাও ।
ভালোবাসা দিয়ে, ভালোবাসা বাঁধি
তোমার জন্যে, তুমি যদি চাও ।
যেমন ইচ্ছে, আমাকে সাজাও ।
এটুকু আঁধার, আলো করে দাও ।
ভালোবাসা দিয়ে, ভালোবাসা বাঁধি
তোমার জন্যে, তুমি যদি চাও ।
তুমি যদি চাও, পদ্য বানাই
তুমি যদি চাও, স্বপ্ন আনাই ।
তুমি যদি চাও, হাতে হাত রাখি
পাশাপাশি হাঁটি, একসাথে গায় ।
তুমি যদি চাও, দু’হাত বাড়াই ।
তুমি যদি চাও, নিজেকে হারাই ।