Uthchhe Jege Sakal Gulo Lyrics in Bengali | উঠছে জেগে সকালগুলো লিরিক্স

Song: Uthchhe Jege Sakal Gulo
Singer: Shreya Ghoshal
Lyricist : Srijato

Uthchhe Jege Sakal Gulo Lyrics in Bengali:

উঠছে জেগে সকালগুলো,
পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কিরকম,
মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে
মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে
আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারন কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব বাধার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে।

খুনসুটি আর ঝগড়াঝাটি,
আড্ডা হবে খুব জমাটি
দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল
পরকীয়ায় তোর ভ্রূকুটি শীতের দুপুর গুটিসুটি
কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল
পরকীয়ায় তোর ভ্রূকুটি শীতের দুপুর গুটিসুটি
কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল
আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারন কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব বাধার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে।
আয় চলে আয়..

Share with your friends

Leave a Comment