Song: Wool Bonar Panchali
Singer: Anindya Chatterjee
Wool Bonar Panchali Lyrics in Bengali:
তুমি কি শুনলে, না জেনে বুনলে
জট যাবেই পাকিয়ে।
তার কিছুটা খুলবে, প্রশ্ন ঝুলবে
জীবন অবাক তাকিয়ে।
দু’হাতে কাঁটা, অযথা হাঁটা
গত জন্মের টুকরো ভুল।
গলার মাপে, কি যেন কাঁপে
রোদে ছেঁড়া খোঁড়া উল।
তিন ঘর সোজা.. এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা..
যদি দরজারা খুলতো।
আর এফোঁড় ওফোঁড়, এফোঁড় ওফোঁড়, এফোঁড় ওফোঁড়
উল কাঁটা বুকের উপর।
বুনে বুনে যাই..
ডাক, শুনে শুনে পিছনে তাকাই..
দিন, গুনে গুনে যাই।
মায়াবী উল টুপি, দেখেছে চুপি চুপি
মেঘে ঢাকা আজল-কাজল চোখ।
কুয়াশা ঢেকে দেওয়া টয় ট্রেনে
বেচারি আহমক।
তিন ঘর সোজা.. এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা..
যদি দরজারা খুলতো।
আর এফোঁড় ওফোঁড়, এফোঁড় ওফোঁড়, এফোঁড় ওফোঁড়
উল কাঁটা বুকের উপর।
বুনে বুনে যাই..
ডাক, শুনে শুনে পিছনে তাকাই..
দিন, গুনে গুনে যাই।