Song: Abar Bochhor Koori Pore
Singer: Rupankar Bagchi
Abar Bochhor Koori Pore Lyrics in Bengali
জীবনের অলিগলি ঘুরে
এক মুঠো আলো ধার করে,
জীবনের অলিগলি ঘুরে
এক মুঠো আলো ধার করে।
আসা যাওয়া ঢেউয়ের ভিড়ে
আবার বছর কুড়ি পরে
ছিলাম যেখানে, আবার সেখানে
ছিলাম যেখানে, আবার সেখানে।
বন্ধু বেলার শেষে খুব নিখুঁত অন্তমিল
ছেলেবেলার মজা আজ হিসেবি মুশকিল,
না মেলা অঙ্ক নিয়ে জটিল এই জীবন
পুরোনো কথা কুড়োনো
নাছোড় আড্ডা-আঙুল,
অনেক চেনা ঠিকের মানে
আজ হয়ে গেছে ভুল,
আসা যাওয়া ঢেউয়ের ভিড়ে
আবার বছর কুড়ি পরে
ছিলাম যেখানে, আবার সেখানে
ছিলাম যেখানে, আবার সেখানে,
ছিলাম যেখানে, ফিরে সেখানে।