Alor Shohor Lyrics in Bengali |আলোর শহর লিরিক্স

Song: Alor Shohor
Singer: Rupam Islam

Alor Shohor Lyrics in Bengali

হাওয়ায় হতাশা ওড়ে
পুড়ে কিছু স্বপ্নের ছাই,
যে আগুন বুকে চাপা
সে আলোয় পথ হেঁটে যাই।

এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।

যখন হোঁচট খেয়ে থমকে দাঁড়ায়
চোখ গুলো,
যখন ট্রাফিক জুড়ে থেমে থাকে
ঝড়ো গতি সব,
তখনও তোমার সাথে অগুন্তি রাত
হেঁটে ধূলো,
কারণ জীবন জানে ফিরে আসাটাই
উৎসব ..

এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।

স্বপ্ন জ্বালাবো বলে জড়ো করি
সব খড়কুটো,
চাঁদের পাহাড় আছে আঁধারেও
দেখি একফালি,
হাজার স্বপ্ন চোখ রেখে গেছে
খোলা চিরকুটও,
যে হাত দিয়েছে বাধা
কাল তারা দেবে হাততালি ..

এক নীল স্বপ্নের ঢেউ
যাকে আজ শুনছে না কেউ,
কাল ঠিক খুঁজে নেবে
আলোর শহর।।

Share with your friends

Leave a Comment