Jodi Tumi Daako Lyrics in Bengali |যদি তুমি ডাকো লিরিক্স

Song: Jodi Tumi Daako
Singer: Rupam Islam

Jodi Tumi Daako Lyrics in Bengali

যদি তুমি ডাকো
যেমন করে ডাকো তুমি,
যদি তুমি থাকো
যেমন করে থাকো তুমি।

জোছনার মিছিলে মিশে চলে যাব
হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাব।

যদি থাকো পাশে
অথবা যোজন দূরে,
আলোর অবকাশে
কিম্বা ছায়াপথ ঘুরে।

জোছনার মিছিলে মিশে চলে যাবো
হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাবো।

যদি তোমার ঘরে
আমার শরীরে নামে রাত,
অজানা মন্তরে
ভালবাসা ফিরেছে হঠাৎ,
যদি এমন হতো
আবার কি আঁকতে ছবি?
তুমি তো সব পারো
হে আমার শ্রেষ্ঠ কবি।

যদি সময় ক’রে
এ অসময়ের শহরে,
যদি আঘাত ক’রে
ধুয়ে দাও ক্ষত আদরে।

তোমার আঘাতে মৃত তৃণদের দলে যাব
প্রেমের রহস্যের সংকেত বলে যাব।

জোছনার মিছিলে মিশে চলে যাব
হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাব।

Share with your friends

Leave a Comment