Song: Asio Ma Jagaddhatri
Singer : Lopamudra Mitra
Lyrics : Srijato
Asio Ma Jagaddhatri Lyrics in Bengali
আসিও মা জগদ্ধাত্রী, আসনে বসিও
সবাই আছি অপেক্ষাতে এবার দেখা দিও,
জগৎ ধারণ করো তুমি জাগাও চরাচরে
শান্তি নামুক সবার মনে ফসল উঠুক ঘরে,
আশায় থাকি, আসায় আঁকি
তোমারই আল্পনা,
আসবে তুমি এই উঠোনে এটুকু সান্ত্বনা,
আসিও মা জগদ্ধাত্রী, আসনে বসিও
সবাই আছি অপেক্ষাতে এবার দেখা দিও।
ধনুর ধারী সিংহ বাহন চক্র নিয়ে হাতে
পৃথিবীকে আগলে রাখো ঝড়ের দিনে রাতে,
পার্বতীরই আয়না তুমি বাপের বাড়ি ফিরে
থাকো ক’দিন সবার মাঝে বাঁচি তোমায় ঘিরে,
আসিও মা জগদ্ধাত্রী, আসনে বসিও
সবাই আছি অপেক্ষাতে এবার দেখা দিও।
দুঃখ আছে অনেক মা গো
বলবো তোমায় পেলে,
খরার মতো শুকনো জীবন
বৃষ্টি দিও ঢেলে,
মাতৃ রুপী ধাত্রী তুমি, তুমি জগৎজুড়ে থাকো
শক্ত হাতে ধরতে শেখাও বেঁচে থাকার সাঁকো।
আসিও মা জগদ্ধাত্রী, আসনে বসিও
সবাই আছি অপেক্ষাতে এবার দেখা দিও,
আসিও মা জগদ্ধাত্রী, আসনে বসিও
সবাই আছি অপেক্ষাতে এবার দেখা দিও
এবার দেখা দিও, এবার দেখা দিও।