Bhalo Theko Lyrics in Bengali | ভালো থেকো লিরিক্স

Song: Bhalo Theko
Singer: Sidhu And Pota

Bhalo Theko Lyrics in Bengali

ছেঁড়া ছেঁড়া রোদ্দুর ডাকে চলে আয়
শিশির-ভেজা ঘাস, যাব খালি পায়,
ছেঁড়া ছেঁড়া রোদ্দুর ডাকে চলে আয়
শিশির-ভেজা ঘাস, যাব খালি পায়,
দু হাতে কুয়াশা সরিয়ে,
যাব সীমানা পেরিয়ে ..
না যাওয়া যত পথ ভালো থেকো
গভীর এই ক্ষত ভালো থেকো,
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো.. ও..
ব্যর্থ অভিমান ভালো থেকো,
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো
নিয়মিত অভিধান ভালো থেকো.. ও..

মেঘে ঢাকা পাহাড়, ঘুম ঘুম ঝাউ পাতা
অচেনা ফুলের ঘ্রাণ, হাওয়ার কথোকতা,
মেঘে ঢাকা পাহাড়, ঘুম ঘুম ঝাউ পাতা
অচেনা ফুলের ঘ্রাণ, হাওয়ার কথোকতা,
ঘরে ফেরার গান, ভুলে গিয়ে
যাব, সিমানা পেরিয়ে…

না পাওয়া যত ধন্দের সমাধান
হিসেব নিকেষ দান প্রতিদান,
নিষ্প্রান অনুষ্ঠান ভালো থেকো ..
ক্ষনিকের আহবান ভালো থেকো,
ঝরা পাতার পিছুটান ভালো থেকো,
জীবনের কলতান ভালো থেকো .. ও..

দু হাতে কুয়াশা সরিয়ে,
যাব সীমানা পেরিয়ে ..
না যাওয়া যত পথ ভালো থেকো
গভীর এই ক্ষত ভালো থেকো,
ভেঙ্গে যাওয়া শপথ ভালো থেকো.. ও..
ব্যর্থ অভিমান ভালো থেকো
ঠিক ভুল ব্যবধান ভালো থেকো,
নিয়মিত অভিধান ভালো থেকো.. ও..
ভালো থেকো .. ভালো থেকো ..

Share with your friends

Leave a Comment